চুনারুঘাট প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মিডিয়া ব্যক্তিত্ব শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহ.)’র ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে খুনীদের শাস্তির দাবিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ ব্যবস্থাপনায় আজ ২৭ আগস্ট বৃহষ্পতিবার বাদজোহর দলীয় কার্যালয়ে জমায়েত হয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাংগটনিক সম্পাদক কাউছার আহমদ রুবেল।
বিশেষ অতিথি ছিলেন- সাংবাদিক এসএম সুলতান খান,আব্দুল আউয়াল সুমন, জেলা ছাত্রসেনার সহসাধারন সম্পাদক মোঃ রহমত আলী, পৌর সভাপতি মোঃ আবু তাহির, চুনারুঘাট সরকারী কলেজ সভাপতি সাফায়েত সরকার, সেক্রেটারি মোঃ আবুল খায়ের প্রমূখ।
বক্তারা ফারুকী হত্যার ৬বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং ফারুকী হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা মাঠে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।