1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

বিট পুলিশিংয়ের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করলেন এএসপি রবিউল

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের কালনী গ্রামের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৭শে আগষ্ট) হবিগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে ওসি মাসুক আলীর সভাপতিত্বে বিট পুলিশের উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ , রিচি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মহিব উদ্দিন চৌধুরী পারভেজ, সাবেক মেম্বার কাজল মিয়া, বিশিষ্ট মুরুব্বি ফয়েজ উল্যা, বিশিষ্ট ব্যাবসায়ী সিরাজ মিয়া, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক সহ অসংখ্য মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন।

জানা যায় গত কয়েক বছর আগে কালনী গ্রামের সাবেক মেম্বার আব্দুর রাজ্জাকের ছেলে বর্তমান মেম্বার সাস্তু মিয়ার সাথে কাজী জিতু মিয়ার ছেলে কাজী আসকির মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত দুই বছর আগে আসকির মিয়ার উপর অপর পক্ষের লোকজন হামলা করে।

এর জের ধরে গত কয়েক মাস আগে মেম্বার সাস্তু মিয়ার উপর পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়।
প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপারের মধ্যস্থতায় উভয় পক্ষের মুরুব্বিয়ান বিরোধটি সালিশের মাধ্যমে নিরসন করতে সম্মত হন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২৭আগষ্ট) এই সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, দাঙ্গা হাঙ্গামা করে উভয় পক্ষকে কোর্টে, থানায়, জেল খানায়, উকিলের কাছে সহ বিভিন্ন জায়গায় গিয়ে হয়রানির শিকার হতে হবে। অতএব, দাঙ্গা হাঙ্গামা ছেড়ে আমাদের সকলকে সামাজিক শান্তি শৃঙ্খলা মেনে চলতে হবে। বৈঠকে উপস্থিত মুরুব্বিয়ান বিরোধ নিষ্পত্তির স্বার্থে পুলিশ কর্মকর্তার উদ্যোগকে স্বাগত জানান। পরে দুই পক্ষকে মিলিয়ে দেওয়া হয়।

     এই ক্যাটাগরীর আরো খবর