তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে আট বছরের এক শিশু পর পর তিনবার ধর্ষনের স্বীকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পর পরই পুলিশের একটি টিম অভিযান চালিয়ে লম্পট ধর্ষককে গ্রেফতার করেছে।
ধর্ষক জহুর মিয়া তিন সন্তানের জনক। এ ব্যাপারে ধর্ষিত শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৮, ২৬.৮.২০২০ইং।
পুলিশ ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, ধর্ষক জহুর মিয়ার বাড়ির পাশেই শিশুটির বাড়ি। এর সুবাদে শিশুটিকে সুকৌশলে ভুল বুঝিয়ে পর পর তিনবার তার নিজ ঘরে নিয়ে সে ধর্ষণ করে। মঙ্গলবার শিশুটিকে আবার একই কায়দায় ধর্ষণ করা হলে শিশুটি মাকে তার গোপাঙ্গে ব্যাথার হওয়ার বিষয়টি জানায়। এক পর্যায়ে শিশুটি তার মাকে জানায় জহুর মিয়া তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দাফে দাফে তিনবার ধর্ষণ করেছে।
তখন ধর্ষিতার মা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাশ্ববর্তী বিশ্বম্ভপুর থানার গামাইতলা নামক স্থান কে ধর্ষককে গ্রেফতার করে।
তাহিরপুর থানা ওসি মো. আতিকুর রহমান জানান, ধর্ষক জহুর মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।