নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরো ২ জন।
জানা যায়, শনিবার (২৯ আগষ্ট) বিকালে ৫ টায় উপজেলার ২ নং পৃর্ব বড় ভাকৈর ইউনিয়নের রামপুর গ্রামের পার্শ্ববর্তী ফার্মের বাজারের পাশে পিতা পুত্র তিন জন মিলে তাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাদের হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে ।
এতে ফজর আলীর পুত্র জুয়েল মিয়া(১৩) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার ভাই মুনসুর মিয়া (২০) ও পিতা ফজর আলী (৬০)।
আহতদের পরিবারের সদস্যরা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।