মোঃ মিজানুর রহমান, চুনারুঘাট : এসো পাশে দাড়াঁই একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। গরীব দুখী অসহায়দের মুখে হাসি ফুটাতে শুরু থেকেই সংগঠনটির পথ চলা।
ইতোপূর্বে বিগত দু’ বছরে চুনারুঘাট উপজেলার, মিরাশী ইউনিয়নের অসংখ্য গরীব অসহায় মানুষের হাসি ফুটিয়ে মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় গতকাল মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের পা ভাঙা ছুরুত আলীর চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা করেন সংগঠনটির এক ঝাঁক তরুণ দায়িত্বশীলরা।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি এস.এম শাকিবুর রহমান বাপ্পু, সাধারণ সম্পাদক মো: ফরিদ আহমেদ জুয়েল, যুগ্ম সম্পাদক মো: আলাউদ্দিন, তোফায়েল মোল্লা, অর্থ সম্পাদক মো: জয়নাল আবেদীন মুহুরি, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ নূর আলম সহ সংগঠনের অন্যান সদস্যবৃন্দ।
ছুরুত আলী বিগত তিন মাস পূর্বে পাহাড়ে লাকড়ি কাটতে গিয়ে তার ডান পায়ের একাংশ কেটে যায়। পরে একই জায়গায় আবার ডান পাটি ভেঙে টুকরো হয়ে যায়। সংগঠনের দেয়া এ আর্থিক অনুদান পেয়ে ছুরুত আলী খুব খুশি।