রায়হান আহমেদ : চুনারুঘাটে ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
চুনারুঘাট উপজেলা প্রসাশন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায় এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার, আব্দুল আউয়াল মাষ্টার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ
সহ আরো অনেকে।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন এলকার ক্যান্সার, কিডনী, স্ট্রোক প্যারালাইজড ও হৃদরোগে আক্রান্ত রোগীদের ৫০ হাজার টাকা করে ৪৮ জন রোগীর মাঝে বিতরণ করা হয়েছে।