হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষকের মাঝে ড্যাপ সার ১০ কেজি, পটাশ ৫ কেজি ও ৫ কেজি করে মাসকলাই বীজ বিতরণ করা হয়।
উপজেলার চারশ‘ জন কৃষককে এসব উপকরণ দেওয়া হয়। বুধবার সকালে উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গনে কৃষকদের মাঝে এসব উপকরণ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাফিজ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।