নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দি বাজারের সেই পাপল মেয়েটি এখন সুস্থ। আজ থেকে ৩ বছর আগেও যিনি ছিল পাগল, আজ তিনি পরিপূর্ণ সুস্থ্য। এখন তিনি স্বাভাবিক জীবন যাপন করছেন। এই মহৎ কাজটি করেছেন শামিম নামের এক ব্যাক্তি। তিনি পেশায় একজন ব্যাংকার। ঢাকায় একটি বেসরকার ব্যাংকে কর্মরত আছেন।
দীর্ঘ তিন বছর ধরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে পড়েছিলো মানসিক ভারসাম্যহীন এক নারী।শামিম আহমেদ তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি করান। নাম রাখেন রানি।বর্তমানে সেখানে তিনি ৩০৮ নম্বর রুমের ৩ নম্বর বেডে চিকিৎসাধীন।
উল্লেখ্য আজ হতে প্রায় দু’ মাস পূর্বে রানিকে শাশিম আহম্মদ ঢাকায় নিয়ে যান। সেদিন স্থানীয় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি মুনিম চৌধুরী বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা সারওয়ার, স্থানীয় ব্যক্তিবর্গ ও উপজেলার সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতায় রানীকে চিকিৎসার জন্য বিদায় দেয়া হয়।