রায়হান আহমেদ : চুনারুঘাটে মাধ্যমিক ও মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের আইসিটি বিষয়ে ২ দিন ব্যাপী সমক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলা ব্যানবেইস কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হকের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার,
চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, যুগ্ম-সম্পাদক এসএম শওকত আলী, ইউডিএফ এর মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ সিএ ওয়াহিদুল ইসলাম সুমন প্রমুখ।