1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটে মাদক বিরোধী সচেতনতামূলক বিট সভা অনুষ্ঠিত

রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে মাদক বিরোধী সচেতনতামূলক বিট সভা অনুষ্ঠিত হয়েছে।

‘একটি পরিবার থেকে পুরোদেশ, মাদকমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানে চুনারুঘাট থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলার চানপুর ও রামগঙ্গা চা-বাগানে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম।

দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরীর সভাপতিত্বে ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- চানপুর চা-বাগানের ম্যানেজার শামীম আহমেদ, চাকলাপুঞ্জি চা-বাগানের সহকারী ম্যানেজার শেখ মোদাব্বির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মোঃ রুমন ফরাজী, এসআই জাহাঙ্গীর কবির, শেখ আলী আজহার, এএসআই সম্রাট, চা-শ্রমিক নেতা নিপেন পাল, স্বপন সাঁওতাল প্রমুখ।

উক্ত বিট সভায় ৩০টি মাদকমুক্ত চা-শ্রমিক পরিবারের মাঝে সম্মাননা স্মারক ও শিক্ষার্থীদের মধ্যে খাতা প্রদান করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন- “মাদকমুক্ত পরিবারের সন্ধানে, আমরা আছি চা-বাগানে : এবাক্যকে প্রতিপাদ্য করে আমরা মাদকমুক্ত সমাজ উপহার দিতে মাদক বিরোধী সচেতনতামূলক বিট সভা করে যাচ্ছি। আশা করি অচিরেই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”

     এই ক্যাটাগরীর আরো খবর