মোস্তাক আহাম্মেদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।
বুধবার দুপুরে শহরের দোয়েল চত্তর এলাকার স্বপন স্টোর, আদর্শ মুদি স্টোর, সেলিম কম্পিউটার, একতারা মোড় এলাকার হাসান টেইলার্স, মুসলিম হোটেল ও আল মদিনা হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করেন।
এসময় তিনি ভোক্তা অধিকার আইন ও পাটজাত পণ্যের ব্যবহার না করার অপরাধে ওইসব ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন।