বানিয়াচঙ্গ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গুনই গ্রামে জহিরুল ইসলাম চৌধুরী (৩৫) নামের এক পল্লী চিকিৎসককেকুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি পাশ্ববর্তী এক বাড়ি থেকে চিকিৎসাশেষে ফেরার পথে তার মোটর সাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্ত। সে ওই গ্রামের জাহিদ মিয়া চৌধুরীর পুত্র।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।