মেঘের কষ্ট
মোঃ সাজিদুল ইসলাম
একবার মেঘকে প্রশ্ন করেছিলেম
তোমরা বৃষ্টি হয়ে ঝর কেন!
মেঘ বললেম বিরহে ঝরি।
আমি বললাম- মেঘের আবার বিরহ হয় নাকি!!
মেঘ বললো হয়গো হয়
আমি বললেম কিভাবে..?
মেঘ বললো মন খারাপের দিনে আমরা একে অন্যের কাছ থেকে দূরে সরে যাই তখনই কষ্টে মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝরি,
আর কি জানেন বৃষ্টি পড়ার সময় যে শব্দ হয় তা মূলত মেঘের কান্না।।
আমি বললাম তাই বুঝি..!
তখন মেঘ বললো হ্যা তাই
আমরা কষ্টে ঝরি আর তোমরা মানুষরা এই বৃষ্টিতে কত আনন্দ করো।।
আমি বললেম তাহলে আমি মেঘের দেশে যাব
তখন মেঘ বললো আমাদের দেশে সুখ নাই গো..!!
শুধু কষ্ট আর কষ্ট।।
সত্যিই কি মেঘের কষ্ট আছে..!
কবি : সাজিদুল ইসলাম