বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর নির্দেশনায় চুনারুঘাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফরম ও মাস্ক প্রদান।
জামাল হোসেন লিটন : মুজিববর্ষ উপলক্ষে চুনারুঘাট সরকারি কলেজে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি’র নির্দেশে বিনামূল্যে ভর্তি ফরম, হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা ও মাস্ক প্রদান করা হয়েছে।
চুনারুঘাট সরকারি কলেজের ছাত্রলীগনেতা সায়েম তালুকদারের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ভর্তি ফরম, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়।
এ সময় ছাত্রলীগের কার্যক্রম পরিদর্শন করেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ অসিত কুমার পাল, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রুমন ফরাজি প্রমুখ।
এসময় ছাত্রলীগের কার্যক্রমের প্রশংসা করে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর কলেজে সিসি ক্যামেরা ও আসবাবপত্র ক্রয়ের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্ধ দেন। এরই সাথে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক কলেজে ১০০ জোড়া বেঞ্চ ও ডেস্ক উপহার দেওয়ার কথা বলেন।