মোস্তাক আহাম্মেদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) : ঝিনাইদহের হরিণাকুণ্ডু শহরের তেতুলিয়া মোড় এলাকা থেকে ইয়াবাসহ বাপ্পী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৬ এর একটি দল তাকে ৫২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাপ্পী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আইজাল হোসেনের ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন জানান, হরিণাকু-ু শহরের তেতুলিয়া মোড় এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালান। পরে সেখান থেকে ৫২পিচ ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা হয়েছে।