স্টাফ রিপোর্টার : এক লক্ষ টাকা যৌতুক না দেয়ায় স্ত্রীকে নির্যাতন করে আসছে মাদকাসক্ত স্বামী। এব্যাপারে বাধ্য হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্ত্রী।
ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগানের বাসা টিলা নামক স্থানে।
জানা যায়- প্রায় নয় মাস আগে উপজেলার গোছাপাড়া গ্রামের দিনমজুর আকবর আলীর মেয়ে পান্না আক্তার (১৯) এর সাথে তিন লক্ষ টাকার রেজিষ্টারি কাবিনমূলে বিয়ে হয় বাগানের বাসা টিলার জানু মিয়ার পুত্র শাহিন আলম (৩১) এর সাথে।
বিয়ের পর দুই-তিন মাস তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক চললেও পরবর্তীতে পান্না আক্তারের পরিবার জানতে পারে শাহিন আলম মাদকাসক্ত। যার ফলে সে হয় মাদক মামলার আসামি।
পুলিশের ভয়ে শাহিন পালিয়ে থাকার সময় সে যৌতুকের (নগদ টাকা) জন্য তার স্ত্রীকে চাপ দিতে থাকে। স্ত্রী পান্না আক্তারের ব্যবহারের স্বর্ণালঙ্কার বিক্রি করে শাহীনকে টাকা পয়সা দেয়। বাবার বাড়ি থেকে হাজার বিশেক টাকাও স্বামী শাহিনকে দেয়। এতেও লোভী স্বামী শাহীন আলমের মন ভরেনি।
এক লক্ষ টাকা যৌতুক দাবি করে সে। পান্না কোনো টাকা-পয়সা না দিলে গত ৯ সেপ্টেম্বর শাহিন তাকে মারধর করে ঘরের বাহিরে ফেলে দেয়। সেখান থেকে পান্নাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন তার আত্মীয়-স্বজনরা।
পরে পান্নার পরিবার তাকে পুনরায় স্বামীর ঘরে পাঠাতে চাইলে টাকা ছাড়া তাকে আর নিতে অস্বীকার করে পান্নার স্বামী শাহিন।
এব্যাপারে পান্না বাদী হয়ে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এবিষয়ে পান্নার স্বামী শাহিন আলম জানান- তার স্ত্রীর চরিত্র খারাপ। তাই তিনি আর তাকে নিয়ে সংসার করবেন না।
এদিকে যৌতুকের জন্য নির্যাতনের শিকার পান্না আক্তার এখন দরিদ্র বাবার বাড়িতে রয়েছেন।