1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাটে সিলেটী বাইকারদের মিলনমেলা : হেলমেট পরিধান ও সেফটি গার্ড ব্যবহার আবশ্যক

রায়হান আহমেদ : “এক বড় না দুই বড়, বাইকারদের দিল বড়” এ শ্লোগানে হবিগঞ্জের চুনারুঘাটে বাইকারদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবারে উপজেলার সাতছড়িতে সিলেটী বাইকারদের এ বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সিলেট বাইকিং কমিউনিটি (এসবিসি) উদ্যোগে ও হবিগঞ্জ বাইকিং কমিউনিটির পরিচালনায় এতে উপস্থিত ছিল- আর.টি.আর. রাইডার্স সিলেট, কে.পি.আর রাইডার্স, কোশিয়ারা বাইকিং কমিউনিটি, শ্রীমঙ্গল বাইক রাইডার্স, জুড়ি বাইক রাইডার্স, জৈন্ত রাইডার্স, মৌলভীবাজার বাইকার ক্লাব, চুনারুঘাট বাইক রাইডার্স, ইয়ামাহা রাইডার্স ক্লাব হবিগঞ্জ ও ঢাকা, কুমিল্লার বাইক রাইডার্স সহ অসংখ্য বাইক রাইডার্স।

সকল বাইকারদের একটাই প্রতিপাদ্য বিষয় হলো- বাইক চালানোর সময় সবাই হেলমেট পরিধান করতে হবে এবং সেফটি গার্ড ব্যবহার করতে হবে।

হবিগঞ্জ বাইক রাইডার্সের পক্ষ থেকে সকল বাইককিং গ্রুফের এডমিনদের এবং সিলেট বাইকিং কমিউনিটির পক্ষ থেকে ব্যারিস্টার সুমনকে ক্রেস্ট প্রদান করা হয়।

কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সকল কার্যক্রম সমাপ্ত হয়।

     এই ক্যাটাগরীর আরো খবর