স্টাফ রিপোর্টার : আজ শনিবার কিংবদন্তি ছাত্রনেতা ও চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন রানার ১০ম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে ওই দিন বাদ এশা হবিগঞ্জ শহরের টাউন মসজিদে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার ছেলে এডভোকেট রবিউল আহমেদ রাকিব দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছেন।
সামছুদ্দিন রানা ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সামছুদ্দিন রানার ছেলে এডভোকেট রবিউল আহমেদ রাকিব আইন বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে ঢাকায় আইন পেশায় নিয়োজিত আছে। আর মেয়ে রুহছানিয়া রুহান রুনিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে ১ম শ্রেণীতে স্নাতকসহ স্নœাতকোত্তর ডিগ্রী অর্জন করে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছে।