1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

বাল্লা সীমান্তে বিপুল পরিমান ভারতীয় পণ্য আটক

ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি।

ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে- শাড়ি, হরলিক্স, ওলিভওয়েল তেল, যৌন উত্তেজক ট্যাবলেট ও ওষুধ।

রবিবার সন্ধায় বাল্লা বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার বোরহান উদ্দিনের নেতৃত্বে ১৯৬৪ নং পিলার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে এসব ভারতীয় পন্য আটক করা হয়।

যার অানুমানিক মূল্য ২৫ লক্ষাধিক টাকা। সীমান্ত পাড়ি দিয়ে অবৈধ মালামাল বেচাকেনা বন্ধে বিজিবির টহল অব্যহত রয়েছে।

     এই ক্যাটাগরীর আরো খবর