1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
dav

মাধবপুরে আলাউদ্দিন জেহাদির মুক্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আবুল হাসান ফায়েজ : আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা মুফতি আলাউদ্দিন জেহাদির মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মাধবপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ মাধবপুর ও বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে মাধবপুর পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ করে।

খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল ও গুনিয়াউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতী ও ইসলামপুর দরবার শরীফের পীরজাদা ফয়সাল মাহমুদের নেতৃত্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্ত অনুসারীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেয়। পরে উপজেলা পরিষদের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে তারা অবস্থান নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদির উপর থেকে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং অবরোধ করেন।

এ সময় বক্তব্য রাখন আহলে সুন্নাত ওয়াল জামাত এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ জুবায়ের কামাল পীরজাদা সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতী ও ইসলামপুর দরবার শরীফের পীরজাদা ফয়সাল মাহমুদ, বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মওলানা এম জাকিউর রহমান কাদরী প্রমুখ। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে।

মানববন্ধনে পীরজাদা জুবায়ের কামাল বলেন, দ্রুত সময়ের মধ্যে মুফতি আলাউদ্দিন জেহাদির নিশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার না করা হলে আরো বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দেশকে অচল করে দেওয়া হবে।

     এই ক্যাটাগরীর আরো খবর