1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

আনন্দ-উল্লাসে চুনারুঘাট সাংবাদিক ফোরাম’র নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি : অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে ও আনন্দ উল্লাসের মধ্যদিয়ে চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর নৌকা ভ্রমণ-২০২০ সম্পন্ন হয়েছে । গতকাল
বুধবার দিনব্যাপী চুনারুঘাট সাংবাদিক ফোরামের উদ্যোগে আজমিরীগঞ্জ থেকে মিঠামইন নৌকা ভ্রমণ করা হয়।

মিঠামইনে মধ্যাহ্ন ভোজের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সাংবাদিক ফোরাম’র সভাপতি খন্দকার আলাউদ্দিন। বিভিন্ন ধরণের বিনোদনমূলক খেলাধুলা ও পুরস্কার বিতরণী পর্ব পরিচালনা করেন- চুনারুঘাট সাংবাদিক ফোরাম’র সেক্রেটারি ও দৈনিক আমার হবিগঞ্জ এর প্রতিনিধি রায়হান আহমেদ।

পরে মহামান্য রাষ্ট্রপতির নাতি এনএসআই এর এ.ডি অনিক কামালের সাথে সৌজন্য সাক্ষাত করেন চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর সদস্যরা।

ছবি : মহামান্য রাষ্ট্রপতির নাতি এনএসআই এর এ.ডি অনিক কামালের সাথে চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর সদস্যরা

নৌকা ভ্রমণে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সেন্টু আহমেদ জিহান, সাধারণ সম্পাদক তোফাজ্জল অনিক, ডেন্টিস্ট এসএম আলমগীর, চুনারুঘাট ব্যকস নেতা সাজিদুল ইসলাম, ব্যবসায়ী জাসিম আহমেদ, ব্যবসায়ী সুমন, ব্যবসায়ী শহিদুল লস্কর, শাখাওয়াত রায়হান সহ আরো অনেকে।

নৌকা ভ্রমণে উপস্থিত ছিলেন- চুনারুঘাট সাংবাদিক ফোরাম’র সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, দপ্তর সম্পাদক নাজিরুজ্জামান শিফন, নির্বাহী সদস্য সৌরভ আহমেদ শুভ প্রমুখ।

নৌকা ভ্রমণ সফল করতে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন- চুনারুঘাট সাংবাদিক ফোরাম’র আজীবন সদস্য এমএ মালেক, আমেরিকা প্রবাসী ও আজীবন সদস্য তাজুল ইসলাম, চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব
শামছুজ্জামান শামীম, ব্যাংকার ও সমাজকর্মী রায়হান উদ্দিনসহ অন্যান্যরা।

     এই ক্যাটাগরীর আরো খবর