চুনারুঘাট প্রতিনিধি : মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপি’র দরগাহ গেইট থেকে ওয়াপদা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জরাজীর্ণ একটি পাকা রাস্তা সেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দীনব্যাপী রোলারের সাহায্যে ইট, বালু, সুরকি দ্বারা স্থানীয়দের সাথে নিয়ে নিজ উদ্যোগ ও অর্থায়ানে সেচ্ছাশ্রমের মাধ্যমে দীর্ঘ রাস্তাটি সংস্কার করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। সংস্কারের পূর্বে সড়কটির বেহাল দশার কারণে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের দূর্ভোগ দিনকে দিন বেড়েই চলছিল। প্রতিদিন অনাকাঙ্খিত সড়ক দূর্ঘটনার কবলে পড়তো ছোট-বড় যানবাহন সহ অসংখ্য পথচারী। এ ধারাবাহিক দূর্ঘটনায় কিছুদিন পূর্বে একটি মালবাহী ট্রাক উল্টে পুকুরে পড়ে যায়। চালকসহ গুরুতর আহত হন কয়েকজন। এ খবর সোশ্যাল মিডিয়া ফেইসবুকে ছড়িয়ে পড়লে নজরে আসে ব্যারিস্টার সুমনের। তিনি স্থানীয় লোকজনদের সাথে যোগাযোগ করে খনা-খন্দকে পরিপূর্ণ রাস্তাটি সেচ্ছাশ্রমের দ্বারা সংস্কার করে দেন। সড়কটি মেরামতের পর চলাচলে সুবিধে হয়েছে বলে অনেকেই জানান। এলাকাবাসীর ধারণা, এ রাস্তায় এখন দূর্ঘটনা অনেকটাই হ্রাস পাবে। সাচ্ছন্দে যাতায়াত করতে পারবে পথচারীরা। স্থানীয়রা আরো জানান, জনপ্রতিনিধিরা যদি ব্যারিস্টার সুমনের মতো এগিয়ে আসেন, সাধারণের দুঃখ-দুর্দশা লাঘবে অংশ নেন, তবে এই দেশ অচিরেই সোনার বাংলায় রূপান্তরিত হবে।