নাজমুল ইসলাম, নবীগঞ্জ : সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার ৫ নম্বর আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার(২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার জিল্লুর রহমানের সহযোগিতায় হবিগঞ্জ সার্কেলের এডিশনাল এসপি শেখ সেলিম আহমেদ ও ডিবি ওসি মানিকুল ইসলাম এর নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাজীগঞ্জ বাজারের পার্শবর্তী নিজ-আগনা গ্রামের বাবলু মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম (২৫) পিতা- অজ্ঞাত সুনামগঞ্জের দিরাই উপজেলার বড়নগদীপুর গ্রামের ছেলে। এ নিয়ে ধর্ষণ মামলার ছয় আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হলো।
হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ জানান, হবিগঞ্জের বানিয়াচং, আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম ও ডিবির ওসি মানিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ইনাতগঞ্জ ইউনিয়নের মেম্বার জিল্লুর রহমানের সহযোগিতায় রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।