রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে অর্ধরাস্তা দখল করে বালু বুঝাইয়ের দায়ে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবারে পৃথক স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করেন চুনারুঘাট উপজেলা প্রশাসন।
বাল্লা সড়কের কাচুয়া এবং ডিসিপি স্কুল সংলগ্ন রাস্তায় অর্ধরাস্তা দখল করে বালু বুঝাইয়ের দায়ে ও যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করায় দুই গাড়ী চালককে ২৫হাজার টাকা অর্থদণ্ড দেয় হয়।
এদিকে উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের বেগমখান চা-বাগানের পার্শ্ববর্তী স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল- চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।