চুনারুঘাট প্রতিনিধি : মানবতার টানে ভয় নেই রক্তদানে এই শ্লোগানকে সামনে রেখে গত ১৪ই জুন বিশ্ব রক্তদান দিবস এ মোস্তাফিজুর রহমান রউফ জুয়েল, মোহাম্মদ মাসুক মিয়া, মোঃ তাফাজ্জুল কামাল, মোঃ হাবিবুর রহমান, শেখ শিবলু মিয়া ও মোহাম্মদ ছমির হোসেন আনসার এর নেতৃত্বে চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন এর একটি প্রতিষ্ঠান “চুনারুঘাট ব্লাড ব্যাংক” প্রতিষ্ঠিত হয়।
সংগঠনটি প্রতিষ্ঠা করার পর যে কোন রোগী যখন তার রক্তের প্রয়োজন হবে রুগি যেন তাৎক্ষণিক রক্ত পায় সেই জন্য চুনারুঘাট ব্লাড ব্যাংকের পোস্টার ও স্টিকার তৈরি করা হয়, আজ এই পোস্টটার ও স্টিকার উন্মোচন করা হয়েছে।
উন্মোচন কালে উপস্থিত ছিলেন- চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন এর উপদেষ্টা চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক জামাল হোসেন লিটন, চুনারুঘাট ব্লাডব্যাংক এর প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান, চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন এর পৌরশাখার সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, সহ সভাপতি তাজুল ইসলাম সুহেল, মোঃ মিজানুর রহমান, ১০ নং ইউনিয়ন থেকে হোসাইন আহমেদ, ৯ নং ইউনিয়ন থেকে মাওঃ আতাউর রহমান, ৪ নং ইউনিয়ন থেকে আজরাফ খান ও চুনারুঘাট ব্লাডব্যাংক এর সদস্য জেহাদ আহমেদ, উক্ত পোস্টার ও স্টিকারে সচেতন মূলক কথা সহ রয়েছে রক্তের প্রয়োজনে কল দেয়ার জন্য ফোন নাম্বার।
১.শেখ শিবলু মিয়া… ০০৯৭১৫২৫৭২৭৭৪৪৩
২.মোঃ হাবিবুর রহমান
০১৭৬২১৮৪০৫০
৩.ইউ এস সোহাগ
০১৮৭১৪৭১৫১৮
৪.মোঃ মিজানুর রহমান
০১৭১৫৭২৭৮৯৬
৫.শাহিন আহমেদ
০১৭৯৮৮০৯৬৯৫
৬.নবীর হোসেন সর্দার
০১৭৪৩৯২৪৫২২