1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটে পূজায় শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে শারদীয় দুর্গা পূজায় শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি।

চুনারুঘাট উপজেলার ৮৩টি পূজা মন্ডপে আনসার-ভিডিপির ১২টি মোবাইল টিম পাঁচদিন যাবত পূজার শৃঙ্খলা রক্ষায় স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন।
জানা যায়- উপজেলার প্রতি ২০টি পূজা মন্ডপে ২৪ঘন্টা গাড়ীযোগে ১০জনের দুইটি টিম দায়িত্বে ছিল। এছাড়াও ০২টি রিজার্ভ টিম নিয়ম-শৃঙ্খলা রক্ষা করতে বিশেষভাবে নিয়োজিত ছিল। আনসার সদস্যদের মনিটরিং করতে দিনের পুরো সময়ই উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তারা মাঠে ছিলেন।
চুনারুঘাট উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তাপস দত্ত জানান- “আমাদের আনসার-ভিডিপি টিম সঠিকভাবে তাদের অর্পিত দায়িত্ব পালন করেছে। এ ব্যাপারে আমাদের সার্বক্ষণিক তদারকি ছিল। পূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সর্বোপরি শান্তি-শৃঙ্খলাপূর্ণ পূজা উপহার দিতে স্কষম হয়েছি।”

এদিকে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এম. আলী আশরাফের নেতৃত্বে এবারের শারদীয় দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিপাটি ছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত- বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২০ইং) তারিখে দুর্গা পূজা শুরু হয়। দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে সোমবারে উক্ত পূজার সমাপ্তি ঘটে।

     এই ক্যাটাগরীর আরো খবর