1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
dav

চুনারুঘাটে ‘স্মাইল ডেন্টাল কেয়ার’র যাত্রা শুরু

চুনারুঘাট প্রতিনিধি : উন্নতমানের দাঁতের চিকিৎসা সেবার অঙ্গিকার নিয়ে চুনারুঘাটে ‘স্মাইল ডেন্টাল কেয়ার’র যাত্রা শুরু করেছে। গত শুক্রবার বিকাল ৫টায় পৌর শহরের রশিদ ম্যানশনের (পুরাতন সোনার বাংলা হোটেলে) স্মাইল ডেন্টাল কেয়ারের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-সিলেট আইএসটির অধ্যক্ষ ডাক্তার দেবাশীষ দেবনাথ, শিশুরোগ বিশেষষ্ণ ডাক্তার জসিম উদ্দিন ভূইয়া, ডাক্তার মোজাম্মেল হক, আশা নরপতি শাখার পরিচালক প্রশাসন মোস্তাফিজুর রহমান, সুপ্রিমকোর্টে আইনজীবী মোস্তাক আহাম্মদ, সমকাল চুনারুঘাট প্রতিনিধি আলহাজ্ব মোস্তাক আহমেদ তরফদার মাসুম, ডাক্তার ফাতেমা হক, সামিরা, ডেন্টিস্ট মোঃ মোফারফ হোসেন, ডাঃ শরিফুল ইসলাম, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, ডেন্টিস্ট এসএম আলমগীর, চুনারুঘাট মোবাইল মেলার প্রাঃ জুয়েল আহমেদ, ভাই ভাই ট্রেডার্সের প্রোঃ সাজিদুল ইসলাম সাজিদ, ঢাকা বিরিয়ানী হাউজের জসিম উদ্দিন ও ফাইম টেলিকমের ফারুক তালুকদার প্রমুখ। উল্লেখ্য, স্মাইল ডেন্টাল কেয়ারের বিশেষষ্ণ ডাক্তার দ্বারা প্রতিদিন দাঁতের চিকিৎসা করা হবে।

     এই ক্যাটাগরীর আরো খবর