রায়হান আহমেদ : চুনারুঘাটে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে হবিগঞ্জ জেলায় ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২১ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ।
ভেটেনারী অফিসার ডা: মো: ফেরদৌস রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, অফিসার ইনচার্জ (ওসি) এম. আলী আশরাফ, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম , ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, আব্দুর রশিদ, শামছুজ্জামান শামীম, কাউছার বাহার, ফজলুর রহমান তরফদার সবুজ, প্রকল্পের প্রোগ্রাম সুপারভাইজার ইমরুজ করিম, সিও শেখ জসিম প্রমুখ।
সভায় জানানো হয়- ১১ থেকে ১৫ মার্চ ৫ দিনে সকাল সাড়ে ৬টা হতে দুপুর ১টা পর্যন্ত কুকুরকে টিকাদান শুরু করা হবে। এরই সাথে পালিত বিড়াল ও শিয়ালকেও প্রয়োজনে এ টিকা প্রদান করা হবে। জলাতঙ্ক রোগ জীবন নাশক। এ রোগের ওষুধ এখনও তৈরি হয়নি। কুকুর, বিড়াল, শিয়ালসহ বিভিন্ন প্রাণির মাধ্যমে এ রোগ ছড়ায়। তাই সরকার জনস্বার্থে এ টিকাদানের কর্মসূচি গ্রহণ করেছেন। এ টিকা প্রয়োগের মাধ্যমে কুকুরসহ অন্যান্য প্রাণিগুলো জলাতঙ্ক মুক্ত হবে।
প্রসঙ্গত, জলাতঙ্ক রোগ প্রতিরোধে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার প্রায় ২৫শ কুকুরকে টিকা দেয়া হবে।