রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলার শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল আহমেদ চৌধুরী। সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহাম্মদ তরফদার মাসুমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমীরণ চক্রবর্ত্তী, জাকির হোসেন, ইমামুল মজিদ জালাল, রিপন চন্দ্র শীল, মিজানুর রহমান, আসাদ উল্লাহ, আব্দুল মোক্তাদির, ফয়জুন নাহার প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে কলম ও মাস্ক উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।