মোঃ জামাল হোসেন লিটন,চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট ৯নং রাণীগাঁও বর্তমান ইউপি চেয়ারম্যান নুরুল মুমিন চৌধুরী ফারুক
এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
এক শোকবার্তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপি প্রয়াত ইউপি চেয়ারম্যান নুরুল মুমিন চৌধুরী ফারুক এর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বুধবার সকাল ৭টার দিকে নুরুল মুমিন চৌধুরী ফারুক নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। ওনি স্ত্রী,১পুত্র,২কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাধক্যজনিত কারণে তিনি মৃত্যু বরণ করেছেন।