1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটে এক অধ্যক্ষের বিরোদ্ধে ফেসবুকে মানহানিকর পোষ্ট : থানায় মামলা

চুনারুঘাট প্রতিনিধি : ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দেয়ায় মীর শাহিন নামের এক ব্যক্তির বিরোদ্ধে থানায় মামলা করেছেন এক অধ্যক্ষ।

৬ এপ্রিল চুনারুঘাট থানায় মানহানির এ মামলাটি দায়ের করেছেন উপজেলার আমুরোড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলা উদ্দিন। মামলায় বলা হয়, মীর শাহিন নামের ফেসবুক আইডি থেকে গত ৪ এপ্রিল ‘ বিদায় অধ্যক্ষ আলা উদ্দিন স্যার,আমুরোড হাই স্কুল এন্ড কলেজ,প্রথমে সহকারী শিক্ষক আমুরোড হাই স্কুলে,প্রতিষ্ঠাতা আলহাজ আবুল হাসিমের দুয়ার বদৌলতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সুযোগে স্কুলের প্রধান শিক্ষক,চেয়ারম্যান সনজু চৌধুরীর দোয়ার বদৌলতে আমুরোড হাই স্কুলের সাথে সংযুক্ত হয় কলেজ,অটু হয়ে যান অধ্যক্ষ আলাউদ্দিন স্যার…।

ইত্যাদি মানহানিকর শব্দ প্রয়োগ করে স্ট্যাটাস দেয়। এ কারণে অধ্যক্ষ আলা উদ্দিনের মান সম্মানের উপর আঘাত করে এবং এ কারনে তিনি সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ কাদির লস্কর,থানা আওয়ামীলীগের সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, সাধারন সম্পাদক আবু তাহের,আহম্মদবাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজুসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ওই স্ট্যাটাসের নিন্দা জানিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন। চুনারুঘাট থানার ওসি এম আশরাফ বলেছেন,এ ব্যপারে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। জানা গেছে,মীর শাহিন গাজীপুর ইউনিয়নের সুরুজ মিয়ার পুত্র। সে বিগত সময়ে বহু সম্মানী মানুষের বিরোদ্ধে ফেসবুকে অপপ্রচার মুলক স্ট্যাটাস দিয়েছে।

     এই ক্যাটাগরীর আরো খবর