রায়হান আহমেদ : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে আপন ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। ঘাতক জসিম মিয়া (২২) এবং নিহত মোঃ রুয়েল মিয়া (২৪) চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলত খাঁ আবাদ গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঘাতক জসিম মিয়াকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা-পুলিশ। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর ইসলাম জানান, ঘটনার পর থেকে ঘাতক জসিম মিয়াকে গ্রেফতার করতে পুলিশ দফায় দফায় অভিযান চালায়। ফলে আজ সকালে ঘাতককে গ্রেফতার করতে সক্ষম হয় চুনারুঘাট থানা-পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল বিকেল ৩টায় রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। পরবর্তীতে উক্ত গাছের অংশ ব্যবহার করে রুয়েলের ছোট ভাই জসিম মিয়া বেড়া নির্মাণের কাজ শুরু করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে তাদের মধ্যে মারামারি বেধে যায়। মারামারির একপর্যায়ে জসিম মিয়া গাছের ঢাল দিয়ে বড় ভাই রুয়েল মিয়ার ঘাড়ের পেছনে আঘাত করেন। এতে রুয়েল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়দের সহায়তায় রুয়েলের স্ত্রী তাছলিমা খাতুন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পথিমধ্যে রাত ১০টার দিকে সিলেট মাজার গেইটের নুরজাহান ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুয়েলকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক জসিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এটি একটি দুঃখজনক পারিবারিক ঘটনা এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।