চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৭ এপ্রিল রবিবার) চুনারুঘাট ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার আগ মুহুর্তে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মহিদ আহমদ চৌধুরী। ক্লাবের সেক্রেটারী মোঃ মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা বিআরডির চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মানিকুজ্জামান মানিক, প্রেসক্লাবের সহ সভাপতি ও এনটিভি প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক ফারুক মাহমুদ, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মহিবুর রহমান জিতু, যুগ্ন সম্পাদক মোঃ আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ফজল তরফদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম, নির্বাহী সদস্য ও সমকাল প্রতিনিধি নূর উদ্দিন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুল ইসলাম তালুকদার রবিন, নির্বাহী সদস্য মোঃ জসিম মিয়া সহ সদস্যবৃন্দ।
প্রধান অতিথি মাহিদুল ইসলাম বলেন সাংবাদিকরা হলো জাতির দর্পন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রত্যেক সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।