1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

শায়েস্তাগঞ্জে সেনাবাহিনীর অভিযান : মজুদকারীদেরকে জরিমানা ও পলিথিন বিনষ্ট

রায়হান আহমেদ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দ্রব্যমূল্যের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সয়াবিন তেল ও চিনি মজুদকারীদের জরিমানা এবং পলিথিন জব্দ করে বিনষ্ট করেছেন সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাধবপুর শাহাজী বাজার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিন (১৩ ইবি) এর নেতৃত্বে একটি টহল টিম শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের উপস্থিতিতে দ্রবমূল্যের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় নানা অভিযোগে ১৫ জনকে ৩৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মেসার্স ইদ্রিস আলীর দোকানের দ্রব্যমূল্যের গায়ের রেটের চেয়ে দাম বেশি নেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে ৩ হাজার টাকা, মেসার্স জালালাবাদ স্টোর এর মালিক হাজী মোঃ আব্দুল কাইয়ুম দোকানের সয়াবিন তেলের গায়ের রেট থেকে বেশি বিক্রি করার দায়ে ২ হাজার টাকা, ছাওয়ালপীর গোস্তর দোকান এর মালিক রাসেল মিয়া গরুর গোস্তের দাম মূল্য তালিকা রেটের থেকে বেশী নেওয়ার দায়ে দেড় হাজার টাকা, মেসার্স হিরাজ মিয়া এন্ড সন্স মোঃ হিরাজ মিয়ার দোকানের সোয়াবিন তেলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করার কারণে ১ হাজার টাকা, পুরান বাজার মোঃ ময়না মিয়া গোস্তর দোকানের গোস্তের দাম মূল্য তালিকা খেকে বেশি নেওয়ার কারনে ১ হাজার টাকা শিবু পাল স্টোর পুরান বাজার এর মালিক বিশ্বজিৎ পালের দোকানের সয়াবিন তেলে গায়ের রেট থেকে বেশি বিক্রি করার কারনে ১ হাজার টাকা জরিমান করা হয়।

একটি দোকানে অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন


এদিকে মেসার্স হাজী সামাদ ট্রেডার্স পুরান বাজার দোকানের মালিক হাজী মোঃ সামাদ মিয়ার দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রি করার কারণে ৫ হাজার টাকা, পাল স্টোর পুরান বাজার এর মালিক নদীয়া চৌধুরী অতিরিক্ত সয়াবিন তেল এবং চিনি গুদামজাত করার কারণে ২ হাজার টাকা, মরগু মিয়া দোকানের সোয়াবিন তেলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করার কারণে ২ হাজার টাকা, সুমন মিয়া স্টোর পুরান বাজার এর মালিক সুমন দোকানের সয়াবিন তেলে গায়ের রেট থেকে বেশি বিক্রি করার কারনে ১ হাজার টাকা, মোস্তাক হাসান স্টোর বাজার এর মালিক মোস্তফা মিয়ার দোকানের সয়াবিন তেলে গায়ের রেট থেকে বেশি বিক্রি করার দায়ে ২ হাজার টাকা, বিমল পাল স্টোর পুরান বাজার এর মালিক নদীয়া চৌধুরী অতিরিক্ত সয়াবিন তেল এবং চিনি গুদামজাত করার ৫ হাজার টাকা, হামিদুর রহমান স্টোর বাজার এর মালিক হামিদুর রহমানের দোকানের সয়াবিন তেলে গায়ের রেট থেকে বেশি বিক্রি করার দায়ে ৩ হাজার টাকা, মোজাহিদ স্টোর এর মালিক মোহাহিদ মিযার দোকানের সয়াবিন তেলে গায়ের রেট থেকে বেশি বিক্রি করার কারনে ২ হাজার টাকা, আঃ করিম স্টোর বাজার এর মালিক করিম মিয়া দোকানের সয়াবিন তেলের গায়ের রেট থেকে বেশি বিক্রি করার কারনে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে অবৈধ পলিথিন আগুনে পুড়িয়ে ফেলা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের এসব তথ্য জানিয়েছেন, মাধবপুর আর্মি ক্যাম্প, ১৩ ইবি এর ল্যা. কর্পোলার সাইদুল ইসলাম।

     এই ক্যাটাগরীর আরো খবর