1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

গ্রামবাসীকে ঈদগাহ ময়দান উপহার দিলেন বিশিষ্ট ব্যবসায়ি মুফতি আবুল হাসিম

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার মাধবপুর গ্রামবাসীকে ঈদগাহ ময়দান উপহার দিলেন বিশিষ্ট ব্যবসায়ি খোয়াই এয়ার ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাওলানা মুফতি আবুল হাসিম।

সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর এর নামাজ আদায়ের মাধ্যমে এ ঈদগাহ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ। মুফতি আবুল হাসিমের মা-বাবার রুহের মাগফিরাত কামনায় সদকায়ে জারিয়া হিসেবে গ্রামবাসীর জন্য উক্ত ঈদগাহ ময়দানের জমি দান করেন।

নামাজের পূর্বে শিক্ষক ফজলুল হকের সঞ্চালনায় গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী আকতার মিয়া, বিশিষ্ট মুরুব্বি দিদার আলী, আলহাজ্ব মাওলানা ইরফান আলী, কৃষি ব্যাংকের ম্যানেজার নাসির উদ্দিন, হাজী আব্দুল মালেক, আইনজীবী শামসুল হক, হাজী শফিক আলী, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আজমান আলী, ডা. সুজনসহ গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

পরে গ্রামবাসীর পক্ষ থেকে জমিদাতা খোয়াই এয়ার ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসিমকে ফুলেল শুভেচ্ছা জানান এলাকাবাসী এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন মাধবপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান। নামাজের পর দেশ-বিদেশে অবস্থানরত সকলের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন, দাতা মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাশিম।

জমিদাতা মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাশিম জানান, এ গ্রামের নিকটবর্তী কোনো ঈদগাহ ময়দান না থাকায় এলাকাবাসী ঈদ নামাজ পড়তে অনেক কষ্ট পোহাতেন। তাই উনার বাবা-মা (মরহুম আলহাজ্ব আব্দুছ ছাত্তার ও মরহুমা ফুলজান বিবি) এর রূহের মাগফিরাত কামনায় এবং ঈদ নামাজ পড়তে এলাকাবাসীর সুবিধার জন্য এ ঈদগাহের জমি দান করেছেন।

     এই ক্যাটাগরীর আরো খবর