প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে পাওনা টাকা আদায় করতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে কোদালের আঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত যুবক বিষ্ণু সরকার (১৯) জেলার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের প্রাণনাথ সরকারের ছেলে। তবে তিনি বেশ কিছুদিন ধরে ইকরাম গ্রামে বসবাস করছিলেন। ঘাতক মিন্নত আলী (২৫) ইকরাম গ্রামের লিয়াকত আলীর ছেলে।
ঘটনার পর লাশ গুম করার সময় শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ঘাতক বন্ধু মিন্নতকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ওইদিন রাত ১১ টার সময় হত্যার ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বিষ্ণু সরকার বন্ধু মিন্নতের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। এ টাকা ফেরত দেওয়া নিয়ে শুক্রবার রাত ১১টার দিকে মিন্নতের বাড়িতে দু’জনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিন্নত কোদাল দিয়ে বিষ্ণুর মাথায় আঘাত করলে তিনি মারা যান। পরে মরদেহ মাটিতে পুঁতে রাখার সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘাতককে গ্রেফতার করে পুলিশ।
বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ এসব তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (২৫ মার্চ) সকালে বিষ্ণুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।