1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চা-বাগানের সবুজের বুকে ‘বিউটিফুল চুনারুঘাট’

মশিউর রহমান খান জুমেলের পৃষ্ঠপোষকতায় চা-বাগানের সবুজের বুকে ‘বিউটিফুল চুনারুঘাট’
রায়হান আহমেদ : পর্যটন পিপাসুদের জন্য হবিগঞ্জে চা-বাগানের সবুজের বুকে ‘বিউটিফুল চুনারুঘাট’ নাম ফলক নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে চুনারুঘাট উপজেলার রামগঙ্গা নামক স্থানে মশিউর রহমান খান জুমেলের পৃষ্ঠপোষকতায় স্থাপিত এ ফলকের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম, প্রেসক্লাব সেক্রেটারি সাজিদুল ইসলাম, ব্যবসায়ি আহমেদ জসিম, মারুফ আহমেদ, সাংবাদিক মোহাম্মদ সুমন, সাংবাদিক রাজিব আহমেদ, ব্যাংকার আবিদ আহমেদ, ব্যবসায়ি আসরাফ আলী, ইঞ্জিনিয়ার একলাছুর রহমান খানঁ, ব্যবসায়ি তানজেল আহমেদ জুয়েল সহ আরো অনেকে।
পর্যটনে চুনারুঘাট তথা হবিগঞ্জকে দেশের মধ্যে রিপ্রেজেন্ট করার প্রথম প্রক্রিয়াই হল এই ‘বিউটিফুল চুনারুঘাট’ এর ফলক স্থাপন।

বিশিষ্ট ব্যবসায়ি মশিউর রহমান খান জুমেল

ইম্পেরিওল গ্রুপের এমডি মশিউর রহমান খান জুমেল জানান, আমার জন্মস্থান চুনারুঘাটকে পর্যটনে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন লালন ও পরিকল্পনা করে আসছি দীর্ঘদিন যাবত। তাই বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশন ভিশন ২০৩০ সুদীর্ঘ পরিকল্পনার পর্যটকদের আকৃষ্ট করার প্রথম ধাপ হিসেবে এই ফলক স্থাপন করেছি ইনশা আল্লাহ ধাপে ধাপে আমাদের পরবর্তী সুদীর্ঘ পরিকল্পনা বাস্তবে রুপ দেওয়ার চেষ্টা করবো।
এদিকে এ ফলক স্থাপনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। উদ্বোধনের পর থেকে অগণিত পর্যটক রামগঙ্গায় ভিড় জমিয়েছেন বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ওইদিন বিকালে জেলার বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এসে ফলকের সাথে দাঁড়িয়ে ছবি তুলছেন।
হবিগঞ্জ সদর থেকে আসা এক পর্যটক লিমন খান জানান, ‘বিউটিফুল চুনারুঘাট’ ফলকটি যেন চা-বাগানের সবুজের সাথে মিশে আছে। দেখতে  অপরূপ লাগছে। ৫-৬ বন্ধু তারা এসেছেন। মনোরম পরিবেশে এখানে এসে তাদের খুব ভালো লেগেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এভাবে নিজ উদ্যোগে সবাই এগিয়ে আসলে এ উপজেলা একসময় পর্যটন নগরী হবে।

     এই ক্যাটাগরীর আরো খবর