রায়হান আহমেদ : মামলা নিষ্পত্তি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধারসহ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার তুলে দেওয়া হয় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যার হাতে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সিলেট ডিআইজি অফিসে রেঞ্জের জুলাই-২০২৫খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হবিগঞ্জের ওসি মোহাম্মদ উল্ল্যার হাতে সম্মাননা তুলে দেন ডিআইজি মো. মুশফেকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
সভায় ডিআইজি বলেন, গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা পূর্বক অপরাধ প্রতিরোধের বিষয়ে পুলিশকে কাজ করতে হবে। এছাড়াও থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে চিহ্নিত চাঁদাবাজ, গডফাদার ও সন্ত্রাসীদের তালিকা তৈরী করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য।
আগামীর দিনগুলি পুলিশের জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, কেউ যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে পুলিশকে নজরদারি আরো বৃদ্ধি করতে হবে।
এদিকে ওয়ারেন্ট তামিল, সমনজারি, নন-এফআইআর দাখিলসহ আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার প্রদান করা হয়, সদর মডেল থানার এএসআই (নিরস্ত্র) আব্দুস সামাদ আজাদ।