রায়হান আহমেদ : চুনারুঘাটে মরহুম মনিরুজ্জামান স্মৃতি টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
খেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জনমত নিউজ এর সম্পাদক মণ্ডলীর সভাপতি ও গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ মালেক।
প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান ।
আমির আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউছার আহমদ বাহার, সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ বাহার, বাজার কমিটির সেক্রেটারি আহাদ চৌধুরী লিটন, সাংবাদিক রায়হান আহমেদ সহ আরো অনেকে।
উদ্বোধনী খেলায় চুরতা ফুটবল একাদশকে হারিয়ে আনোয়ারপুর, বানিয়াচং ফুটবল একাদশ বিজয় লাভ করে।
প্রসঙ্গত, উক্ত টুর্ণামেন্টে ২০টি ফুটবল দল অংশ গ্রহন করেছে।