রায়হান আহমেদ : জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ অংশ নিতে নতুন জার্সি উন্মোচন করেছে চুনারুঘাট উপজেলা ফুটবল একাদশ।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার সভাকক্ষে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল আলম এ জার্সি উন্মোচন করেন। পরে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক মো. সাজিদুল ইসলাম, বিশিষ্ট ফুটবলার ও ধারাভাষ্যকার শফিউল আলম শাফি, ক্রীড়ানুরাগী সুহেল মিয়া, ছাত্রনেতা শাহনেওয়াজ, সাংবাদিক মো. সুমন মিয়া, মো. তোফাজ্জল মিয়া প্রমুখ।
শনিবার (৩০ আগস্ট) বাছাইপর্বে চুনারুঘাট উপজেলা একাদশ বনাম বানিয়াচং উপজেলা একাদশ এর খেলা অনুষ্ঠিত হবে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে। বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হবিগঞ্জ জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান।