রায়হান আহমেদ : প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিভিন্ন পর্যটন প্রতিদিন ভীড় করেন হাজারো পর্যটক। পর্যটন এরিয়ার পরিধি বিস্তৃতি ঘটাতে ‘বিউটিফুল চুনারুঘাট’ অর্গানাইজেশনের উদ্যোগে ও বিডি ক্লিনের সহযোগিতায় এক কিলোমিটার সড়কের দুইপাশে ফুলের গাছ রোপণ করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী ‘বিউটিফুল চুনারুঘাট’ অর্গানাইজেশনের পৃষ্ঠপোষক ও ইম্পেরিয়াল গ্রুপের এমডি মশিউর রহমান খান জুমেলের অর্থায়নে উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের আমতলি থেকে চাঁনপুর পর্যন্ত সড়কের দুইপাশে কৃষ্ণচূড়া ও রঙন ফুলের গাছ রোপণ করা হয়। এই দুই প্রজাতির হাজারখানেক ফুলের গাছ রোপণ কার্যক্রম আগামী সাত দিন পর্যন্ত চলবে বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম, অর্গানাইজেশনের পৃষ্ঠপোষক মশিউর রহমান খান জুমেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি আহমেদ জসিম, কালের কন্ঠের জেলা প্রতিনিধি রায়হান আহমেদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তোফাজ্জল মিয়া, পরিবেশকর্মী রমজান মিয়া এবং বিডিক্লিনের চুনারুঘাট উপজেলা সমন্বয়ক মাসুদুর রহমান সহ আরো অনেকে।
মশিউর রহমান খান জুমেল জানান- শুধু চারা রোপণ নয়, সম্পূর্ণ পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্বও এই কর্মসূচির অন্তর্ভুক্ত। এ কাজে সেচ্ছাশ্রমে সহযোগিতায় করেছে বিডি ক্লিন চুনারুঘাট। ভিশন টুয়েন্টি-থার্টির আওতায় এ অর্গানাইজেশনের মাধ্যমে চুনারুঘাট তথা হবিগঞ্জকে পর্যটনে সমৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।