আজিজুল হক নাসির, চুনারুঘাট : ভোর রাতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার ও শশুর আঃ আজিজ (৫৫) এবং তার মেয়ের জামাই হৃদয় মিয়া (২১)কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, (২৭ মার্চ) ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘারুক গ্রামের আঃ আজিজের বসত ঘরে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মুশফিকুর রহমান।
অভিযান কালে তারা আঃ আজিজের বসত ঘর তল্লাশি করে ঘরের একটি রুমে বালু দিয়ে ঢাকা অবস্থায় ৩টি বস্তা পান। বস্তা গুলো গাঁজা ভর্তি ছিল। পুলিশ সেগুলো উদ্ধার করে জব্দ করে।
এর সাথে সম্পৃক্ত আঃ আজিজ ও তার মেয়ের জামাই হৃদয়কে গ্রেফতার করে। অপর এক জন পালিয়ে যায়। আঃ আজিজ বাঘারুক গ্রামের মৃত আঃ নুরের পুত্র ও হৃদয় জুড়িয়া গ্রামের নুর মোহাম্মদের পুত্র।
চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম বলেন, ওসি মোঃ আলী আশরাফ এর সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।