স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে পেশাজীবী মোটরযান চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ আগস্ট জেলার ধুলিয়াখাল যুব উন্নয়ন অধিদপ্তরে বিআরটিএ এর জেলা সার্কেলের আয়োজনে ১০৫ জন গাড়ি চালককে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ প্রদান করেন, হবিগঞ্জ বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মো. হাফিজুল ইসলাম খাঁন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ট্রাফিক ইন্সপেক্টর,
সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার, যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক সহ আরো অনেকে।
প্রশিক্ষণে গাড়ি চালকদের দক্ষতা যাচাই এবং গাড়ি চালনায় প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হয়।