1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

আইনশৃঙ্খলা রক্ষায় সাতছড়ি উদ্যানে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবী

রায়হান আহমেদ : ঝুঁকিপূর্ণ হওয়ায় হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের সড়ক দিয়ে রাত ১১টার পর গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। আইন-শৃঙ্খলা রক্ষা এবং গণমানুষের নিরাপত্তার জন্য জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবী জানিয়েছেন চুনারুঘাটবাসী।

এ উপজেলায় রয়েছে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য এবং ফ্যাক্টরিযুক্ত ১৭টি চা-বাগান। ভারতের সীমান্ত, চা-বাগান, পাহাড়, বন বেষ্টিত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সহ ৪৯৫.৫০ বর্গকিলোমিটারের এই উপজেলার আইন-শৃঙ্খলা থানা-প্রশাসনের স্বল্প সংখ্যক পুলিশ সদস্যদের দিয়ে রক্ষা করা সম্ভব নয় বলে দাবী করছেন থানা-পুলিশ। এদিকে সাতছড়ি জাতীয় উদ্যানে পুলিশ ফাঁড়ি না থাকায় চুরি-ডাকাতি সহ বিভিন্ন অপরাধ সংঘঠিত হচ্ছে।

চুরি-ডাকাতি সহ বিভিন্ন অপরাধ বন্ধ করতে উদ্যানে একটি পুলিশ ফাঁড়ি এখন সময়ের দাবী বলে জানিয়েছেন ইম্পেরিয়াল গ্রুপের এমডি মশিউর রহমান খান জুমেল সহ সচেতন ব্যক্তিরা।

জানা গেছে, কয়েকবছর আগে জেলার চুনারুঘাট উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে ফাঁড়ির জায়গার ম্যাপ তৈরি এবং যাবতীয় পরিকল্পনা করে প্রশাসন। কিন্তু শেষপর্যন্ত অজানা কারণে পুলিশ ফাঁড়ি হয়ে ওঠেনি।

রামগঙ্গা পর্যটন এরিয়ার ব্যবসায়ি আহমেদ জসিম জানান, অপরাধ দমনে অন্ততপক্ষে সাতছড়ি জাতীয় উদ্যানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন হলেও উপজেলাবাসীর প্রত্যাশা পূরণ হবে।

সাতছড়ি জাতীয় উদ্যানের ব্যবসায়ী জুনাইদ মিয়া জানান, সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে এখানে। তাদের নিরাপত্তার জন্য সাতছড়িতে পুলিশ ফাঁড়ি স্থাপন করা এখন প্রাণের দাবীতে পরিণত হয়েছে।

চুনারুঘাটের পর্যটন নিয়ে ব্যক্তিগত উদ্যোগে নিরলসভাবে কাজ করছেন ‘বিউটিফুল চুনারুঘাট’র প্রতিষ্ঠাতা ও ইম্পেরিয়াল গ্রুপের এমডি মশিউর রহমান খান জুমেল। এ বিষয়ে তিনি বলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বনাঞ্চল ঘিরে অপরাধ প্রবনতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে পুলিশ ফাঁড়ি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জনস্বার্থে পুলিশ ফাঁড়ি স্থাপন করা জরুরি।

     এই ক্যাটাগরীর আরো খবর