রায়হান আহমেদ: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের দায়ে একজনকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সরকারি কলেজ এরিয়ায় অভিযান পরিচালনা করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।
এসময় সহযোগীতা করেন থানা-পুলিশের একটি টীম। অভিযানে উপজেলার বনগাঁও গ্রামের ময়না মিয়ার পুত্র সিজিল মিয়াকে মাটি ব্যবস্থাপনা আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দেওন্দী চা-বাগানের ভিতরের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি সংঘবদ্ধ চক্র। সেখান থেকে বালু পরিবহনের সময় কলেজ রোড থেকে বালুবাহী ট্রলি সহ একজনকে আটক করা হয়।