মো: আব্দুল হক রেনু, শাযেস্তাগঞ্জ থেকে : শায়েস্তাগঞ্জে দিন দুপুরে ইউ/পি চেয়ারম্যানের মোটর সাইকেল চুরি হয়েছে। এঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ পুরান বাজারে।
জানা যায় গত শুক্রবার (৩নভেম্বর)জুম্মার নামাজ আদায় করতে ৭নং উবাহাটা ইউ/পি চেয়ারম্যান ও চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: রজব আলী।
তার নতুন পালসার মোটর সাইকেলটি পুরান বাজার গাউছিয়া জামে মসজিদের নিকটে দাঁড় করে মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষ করে এসে মোটর সাইকেলটি দেখতে পাননি। কে বা কারা মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে। যার নাম্বার-হবিগঞ্জ-ল-১১-০৯৯০।
অনেক খোঁজা-খুঁজির পরও মোটর সাইকেলটি পাওয়া যায়নি। এঘটনায় চুনারুঘাট থানায় একটি জিডি করা হয়েছে যার নাম্বার ১৫০। এনিয়ে স্থানীয় লোকজনের মাঝে আঙ্কত দখা দিয়েছে। উল্লেখ্য, গত রমজান মাসেও উনার আরকটি মোটর সাইকেল চুরি হয়। সেটি খুঁজে পাওয়া যায়নি।