চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০১৯ সালের মেধা বৃত্তি তালিকায় সর্বোচ্চ ৩০টি বৃত্তি পেয়ে টানা ২য় বার শীর্ষ স্থান অর্জন করেছে উপজেলার গোছাপাড়া গ্রামে অবস্থিত শাহ শামসুদ্দীন আখনজী ইসলামী একাডেমি।
গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মোজাম্মেল হক তালুকদার।
২০১৮ সালের প্রকাশিত ফলাফলেও সর্বোচ্চ ২৯টি বৃত্তি পেয়ে মেধা বৃত্তি তালিকায় উপজেলার প্রথম স্থান অর্জন করেছিল প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠিত হওয়া কিন্ডারগার্টেনটি বহুবার এ মেধা বৃত্তি তালিকায় প্রথম স্থান অর্জন করার পাশাপাশি পিইসি পরীক্ষায় নিয়মিত জিপিএ ৫ সহ শতভাগ হারে পাশ করে আসছে।