নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে বৃন্দাবন সরকারী কলেজে ছাত্রদের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন।
রবিবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি।
সদর মডেল থানার এসআই রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে ধাওয়া দিলে সংঘর্ষকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।