নিজস্ব প্রতিনিধি : বরেণ্য অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় প্রতিমন্ত্রী আরো জানান, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সারাহ বেগম কবরী তাঁর অভিনয়ের মাধ্যমে এদেশের আপামর জনসাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্মের মাধ্যমে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে মৃত্যু বরন করে তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।