রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এম.আলী আশরাফের নেতৃত্বে এসআই আবু বককার খান সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চানপুর চা-বাগানের বড় বাংলোর গেইটের সামনে থেকে পলিথিনে মোড়া ৩কেজি গাঁজা জব্ধ করেন। এসময় মাদক ব্যবসায়ী ঝন্টু মহালী (২৫)কে আটক করা হয়। সে উপজেলার আমু চা-বাগানের মৃত সূর্য মহালীর ছেলে। এদিকে অপর মাদক ব্যবসায়ী একই বাগানের মৃত চিনি তাঁতীর ছেলে রবি তাঁতী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এম. আলী আশরাফ বলেন- “মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় চুনারুঘাটকে মাদক নির্মূল করতে আমরা কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।”